চান্দাই দিশারী জনকল্যাণ সমিতির মিডনাইট ফুটবলের উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২৫
১০:৫০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৫
০৩:৩৬ অপরাহ্ন



চান্দাই দিশারী জনকল্যাণ সমিতির মিডনাইট ফুটবলের উদ্বোধন


সিলেটের দক্ষিণ সুরমায় চান্দাই দিশারী জনকল্যাণ সমিতির উদ্যোগে মিডনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। জ্বালানি খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমায় আনুষ্ঠানিকভাবে এ  মিডনাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বলেন, ‘খেলাধুলা এখন কেবল বিনোদনই নয় স্বাস্থ্য সচেতনরা এখন খেলাধুলার দিকে ঝুঁকছেন। এটি আমাদের যেন সুস্থ শরীর ও মন গঠনে সহায়তা করে তেমনি সামাজিক অবক্ষয়, মাদক থেকেও যুবসমাজকে রক্ষায় ভূমিকা রাখছে।’ 

দিশারী জনকল্যাণ সমিতির সভাপতি খায়রুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল ইসলাম, প্রবাসী সমাজসেবক ফয়সল আহমদ জসি, ব্যবসায়ী নাসিম আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আব্দুল কাদির, নুরুল ইসলাম মাসুম মেম্বার, হাজী কামাল মিয়া, সোহেল আহমদ, দিশারী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাকিল আলী। 

অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন। 


এএফ/০৩