ফেঞ্চুগঞ্জ `প্রেমের বলি' তরুণ সাব্বির?

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জ `প্রেমের বলি' তরুণ সাব্বির?


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সাব্বির আহমদ (২৫) নামে তরুণের পরিত্যাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেশি খালিক মিয়ার বাড়ির সামনে পরিত্যাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

সাব্বির  উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে।

উপজেলার গঙ্গাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সদস্য সুমন আহমেদ জানান, শনিবার সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশি খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তারা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় রশি পেছানো ছিল। প্রেম গঠিত কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’ ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সঠিক কারণ জানা যাবে।’



এসএসি-০১/এএফ-০২