সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫
০৩:৪৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৫
০৪:২০ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই।’
তিনি গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিলেটের বিয়ানীবাজারের ফেনগ্রাম চন্দ্রগ্রাম বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আব্দুল্লাহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফয়সল চৌধুরী বলেন, ‘এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছেন, ভবিষ্যতে এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।’
আরও সংবাদ পড়ুন- একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগের এক অনন্য নজির: ফয়সল চৌধুরী |
জনকল্যাণ সমিতি ফেনগ্রামের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র মিছবাহ উদ্দিন, জনকল্যাণ সমিতি ফেনগ্রাম সাবেক সভাপতি দেলওয়ার হোসেন, জনকল্যাণ সমিতি ফেনগ্রাম সহসভাপতি আব্দুল হামিদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহ-শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এ হাসনাত জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিন, কামাল হোসেন, মাহবুব আলম, ওমর, খায়রুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, সমাজসেবক মো. আব্দুল্লাহ। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুদ দাইয়ান, সাইদুর রহমান, রুহিন ইসলাম, হাসান, নাইমুর রহমান, শিব্বির, রায়হান, হোসাইন, আরিফ, মাহিন, হানিফ, এমাদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নাইম-মিজান (বদরুল জুটি ফেনগ্রাম) এবং রানার্স আপ হয় গৌরব-তানভীর (এ আর টি গ্রুপ বিডি চান্দগ্রাম)।
এএফ/০৬