সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫
০৪:১৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৫
০৪:১৯ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য দলিল। এটি অত্যন্ত দূরদর্শী ও সুসংহত রূপরেখা, যার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে, উন্নয়ন হবে অন্তর্ভূক্তিমূলক ও বৈষম্যহীন। এই অনন্য ৩১ দফার নেপথ্যের কারিগর আগামীর রাষ্ট্রনায়ক, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ৩১ দফাই হচ্ছে আগামীর উন্নত বাংলাদেশের মূলমন্ত্র।’
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা, প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংবর্ধনা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সংক্রান্ত অন্য সংবাদ- সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই:বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী |
অনুষ্ঠানে ফয়সল চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। ঝড়-জলোচ্ছ্বাসে প্রবাসীরা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন, তা অতুলনীয়। দেশের প্রতি তাদের গভীর মমত্ববোধ আছে বলেই তারা সুখে-দুখে পাশে থাকেন, পাশে দাঁড়ান।’
মাথিউরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ফয়সল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম সায়েক, আলী আহমেদ, মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, জামাল আহমেদ, আব্দুল গফুর, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহ্বায়ক ফাহিম সাকিল অকু, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, রুহেল আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবের আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, আকতার হোসেন লিমন, মোসলেহ উদ্দিন, আসিকুর রহমান, রুবেল আহমেদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব শহীদুল ইসলাম, আবু ফাহিম, সাজ্জাদ হোসেন, শামিম আহমদ, দুধবক্সি ওয়ার্ডের মেম্বার শামসুল ইসলাম, নালবহর ওয়ার্ডের মেম্বার নজমুল ইসলাম, পুরুষপাল ওয়ার্ডের মেম্বার হোসেন আহমেদ, কান্দিগ্রাম ওয়ার্ডের সৈয়দ মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া বিপুল সংখ্যক দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এএফ/০৭