কুইন্স হসপিটালে রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২৫
০৮:০৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫
০৩:৫৩ অপরাহ্ন



কুইন্স হসপিটালে রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু


সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকারে যাত্রা শুরু করা সিলেটের কুইন্স হসপিটালে রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন শনিবার ভর্তি হওয়ার রোগীদের মধ্য থেকে দুইজনের সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন কুইন্স হসপিটালের অন্যতম পরিচালক অধ্যাপক ডা. শাহান ফেরদৌস চৌধুরী, কুইন্স হসপিটালের ক্লিনিক্যাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন ডা. আদনান চৌধুরী। 


এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সার্ভিস পরিচালক ডা. আহমদ নাফি। আরও উপস্থিত ছিলেন গাইনি অ্যান্ড অবস এর সহযোগী অধ্যাপক ডা. ইফফানা আহমদ ডরিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাফরিন ইয়াসমিন চৌধুরী।

এর মাধ্যমে হাসপাতালের ইনেডোর সেবা কার্যক্রম শুরু হলো।

প্রথম দিনে রোগীদের অভ্যর্থনা জানান কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘সেবার নতুন এই দিগন্ত কুইন্স হসপিটালে আপনাকে স্বাগতম।’


এএফ/০২