সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২৫
০৪:৫০ অপরাহ্ন
ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
ইসলামি সহযোগিতা সংস্থা -ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব ।
এর আগে, ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
জিসি / ০৩