সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৯, ২০২৫
০২:২৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২৫
০২:২৩ অপরাহ্ন



সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা


সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযানের মাধ্যমে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।  

আজ বুধবার মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩-এর বিধি ৩(১)(ক) অনুসারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা প্রতি বছর কার্যকর থাকবে।  

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করবে।  

এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জেলেদের জন্য বিকল্প সহায়তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে।

জিসি / ০২