সিলেট মিরর ডেস্ক
মার্চ ২০, ২০২৫
০২:২৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২৫
০২:৩১ অপরাহ্ন
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান।
এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার করেন। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফিরেছেন। তাদেরকে আজ (বৃহস্পতিবার) নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জিসি / ০২