নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২৫
০২:৪০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২৫
০২:৪৩ অপরাহ্ন



নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই

নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই


সংস্কার বা নির্বাচন নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাই করছি। আশা করি দ্রুত সংস্কার শেষ করে একটি অর্থবহ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ শুরু করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আজ থেকে শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের আলোচনা। রাজনৈতিক দলগুলোর মতামত পাচ্ছি। বিএনপি আগামী দুই একদিনের মধ্যেই তাদের মতামত জানাবে। এগুলো আমরা পর্যালোচনা করছি।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করব আমরা।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলো বলবে, তাদের দায়িত্ব সুপারিশ তুলে ধরা। সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদের সঙ্গে আগামী দুই-তিন দিনে বৈঠক হচ্ছে না। তাদের মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে যেসব দলের সঙ্গে আমরা আলোচনা করব, তার মধ্যে এনসিপিও থাকবে।

এর আগে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে কমিশন। 

জিসি / ০৩