সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৩, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৩, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন
চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ সময় একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। উদ্ধার সিগারেটগুলো ওরিস ও মন্ড ব্র্যান্ডের ছিল এবং এতে মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন মো. শওকত আকবর (৩৪) এবং অপরজন পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা দুজনেই রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার বাসিন্দা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানিয়েছেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সিগারেট ও অপরাধীদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিসি / ০২