যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৬, ২০২৫
০৩:২৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২৫
০৩:২৬ অপরাহ্ন



যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকা থেকে টাঙ্গাইল-সিরাজগঞ্জ গামী যানবাহনের চাপে যমুনা সেতুতে বাড়ছে টোল আদায়ে টাকার পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ২৯ হাজার ২৩৩ টি যানবাহন এবং এর বিনিময়ে ২ কোটি ৫৭  লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। 

ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। 

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে প্রায় ৭৫০ পুলিশ দায়িত্ব পালন করছে। এরমধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া মহাসড়কে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকে নজরদারি রয়েছে।

জিসি / ০৬