সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৭, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন
ভারত থেকে এল আরও সাড়ে ৯ হাজার টন চাল
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আরও সাড়ে ৯ হাজার টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিসি / ০৫