সিলেট মিরর ডেস্ক
মার্চ ৩০, ২০২৫
০৩:২০ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২৫
০৩:২০ অপরাহ্ন
গৌরীপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪
ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।
স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার চন্দ্রপাড়া মোড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহন হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।