গৌরীপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২৫
০৩:২০ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২৫
০৩:২০ অপরাহ্ন



গৌরীপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

গৌরীপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪


ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার চন্দ্রপাড়া মোড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহন হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার।

জিসি / ০৪