নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২৫
০২:২৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২৫
০২:৫৪ অপরাহ্ন



নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি


ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষনার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।

বুধবার (৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষনা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনও প্রস্তাবনা দেয়নি উল্লেখ করে দলের এই নীতিনির্ধারক বলেন, এ নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।

জিসি / ০৩