সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫
০৩:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২৫
০৩:২৪ অপরাহ্ন
মাধবপুরে সেনা অভিযানে আটক ২
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
উপজেলার শাহজিবাজার সেনা ক্যাম্পের সেনা সদস্যরা রোববার সকালে গোপনসুত্রে খবর পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান করেন।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল এলাকার মোস্তুফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯), সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল্লাহ জানান, মাদকসহ দুই ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ রোববার (২৪ আগস্ট) আদালতে হাজির করা হবে।
জিসি / ০৪