৩১ দফা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১১, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন



৩১ দফা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের মডেল: ফয়সল চৌধুরী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের একটি মডেল। এই মডেল বা রূপরেখার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকারের সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা।’ দেশ, রাষ্ট্রের আমূল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে এসময় তিনি মন্তব্য করেন। 

শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টায় বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বিএনপির নিবেদিতপ্রাণ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ফায়দা হাসিল করতে চায় একটি কুচক্রি মহল। কিন্তু আওয়ামী লীগের মতো কুখ্যাত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেমন পরাজিত হয়েছে, তেমনি এখন যারা ষড়যন্ত্রে লিপ্ত তারাও পরাজিত হবে। এজন্য আমাদের নেতাকর্মীদের সোচ্চার ও সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় এখন। তাই নানা টোপ ফেলা হচ্ছে, হবে। সেসব খেয়াল রেখে বিএনপির একতা বজায় রাখতে হবে। নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিতে হবে।’

৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী তমছির আলি মেম্বারের  সভাপতিত্বে ও  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল এবং উপজেলা বিএনপির সহ সেচ্ছাবিসয়ক সম্পাদক হাছান আহমেদর যৌথ  পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সম্পাদক ছারওয়ার হোসেন, সহ-সভাপতি এম এ মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা সেলিম উদ্দন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সিলেট জেলা যুবদল মৎস ও পশু বিষয়ক সম্পাদক খায়রুল আলম।

আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজোল বিএনপি-র  প্রকাশ্যনা সম্পাদক ফয়েজ আহমদ উপজেলা বিএনপি নেতা হোসেন আহমদ মেম্বার-আব্দুল গনি-হাছান আহমদ,সমস উদ্দিন-আব্দুর রহমান-লাউতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,কুড়ার বাজার ইউনিয়ন বিএনপি ২নং ওয়াড সাধারণ সম্পাদক খালেদ সমস উদ্দিন বিয়ানীবাজার উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আলতাব হোসেন, আলিপুর ওয়াড বিএনপি নেতা হারুনুর রশিদ, বিএনপি নেতা জামাল উদ্দুন,লাউতা ইউনিয়ন বিএনপি নেতা কয়েছ আহমদ, উপজেলা যুবদল নেতা শিব্বির আহমদ, অলিউর রহমান তারেক, জামিল আহমদ,ময়জুল আহমদ-সাদত আহমদ, পৌর যুবদল নেতা লিমন, সুমন  আহমদ ইউনিয়ন যুবদল নেতা জামিল আহমদ,মোল্লাপুর ইউনিয়ন যুবদল নেতা জামিল আহমদ মারুফ, শ্রমিক দল নেতা মানিক, মিজু,সোহেল প্রমুখ।

এছাড়াও বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।


এএফ/০৩