নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৫
০১:৫৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২৫
০২:২২ অপরাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটবাসীর ন্যায্য অধিকারের দাবি আদায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকা প্রতীকী এক ঘন্টার ‘শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে। ন্যায্য দাবি আদায়ে সাধারণ মানুষের স্বতষ্ফুর্ত অংশগ্রহণে এক ঘন্টা কার্যত বন্ধ ছিল সিলেটের দোকানপাট, যানবাহন।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় নগরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে দেখা যায়। বেশিরভাগ যানবাহনও বন্ধ ছিল।
এসময় সিলেট নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ। সেখানে হাজির হয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন হাজারো মানুষ। সমাবেশ শেষে আরিফুল হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
এর আগে শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। তারও আগে গত বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী।
প্রচারপত্রে বলা হয়, ‘সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্র্বতী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।’
তিনি আরও জানান, ‘আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা।
এএফ/০৩