নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২০
০১:২৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২০
০১:৪৫ অপরাহ্ন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা এক যুক্তরাজ্য প্রবাসীর নমুনা গতকাল সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওই প্রবাসী গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে সিলেট আসেন। ওনমানী বিমানবন্দরে পরীক্ষাকালে তাঁর শরীরে জ্বর থাকায় কোয়ারেন্টিনে নেওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ওই প্রবাসীর শরীরের ঘাম, রক্ত ও মুখের লালাসহ প্রয়োজনীয় নমুনা সকালে সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। শনিবার তার রিপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।