নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫
০৫:২১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৫
০৭:৩৫ অপরাহ্ন
সিলেটসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময়ে এশিয়ার অন্তত ৬টি দেশে একই সময়ে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় জানিয়েছে সিলেটে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসামে। ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব ইসলাম বলেছেন, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।’
এএফ/০১