সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৫
০২:৪৮ পূর্বাহ্ন
সক্রিয় দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বায়ু প্রভাবে সিলেটে হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি। যার প্রভাবে আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা সর্বাধিক হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতটি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর সময়কালে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ইতোমধ্যেই দেশের কিছু অঞ্চলে এর প্রভাব দেখা যেতে শুরু করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭ দশমিক ২ মিলিমিটার।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার থেকে ভারী বৃষ্টির জন্য সিলেটবাসীর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সিলেট অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, যা ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং জলাধারগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে। স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা যায়, বৃষ্টিপাতের প্রভাবে সম্ভাব্য নদ-নদীর পানি বৃদ্ধি হতে পারে। সিলেটের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। সিলেটের টিলা-পাহাড় এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সিলেটের আকাশে বজ্রপাতের সাথে ঝড়ো হাওয়া বইতে পারে। শুরুতে বজ্রঝড়ের ঝুঁকি থাকলেও পরে তা কিছুটা কমে যাবে। সিলেটের কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সিলেটের নদী তীরবর্তী এলাকা ও পাহাড়-টিলা এলাকাগুলোতে জনসাধারণকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
এএফ/০১