জ্বর নিয়ে শামসুদ্দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৮, ২০২০
০১:১৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০১:১৯ অপরাহ্ন



জ্বর নিয়ে শামসুদ্দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

শরীরে জ্বর নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) রাতে তিনি হাসপাতালের ভর্তি হন। তিনি স্থানীয় বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকার কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন তিনি।

 

গতকাল ঢাকা থেকে সিলেট ফেরার পথে তার পাশের সিটেও এক প্রবাসী যাত্রী ছিলেন। সিলেট নামার পর তার শরীরে তীব্র জ্বর দেখা দেয়। পরে তিনি বাড়িতে না গিয়ে পরিবারের পরামর্শে সরকারি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন। সেখানে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, ওই শিক্ষার্থীকে বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার শরীরের নমুনা যত দ্রুত সম্ভব আইইডিসিআর পরীক্ষা করবে।

 

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটের সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ওই শিক্ষার্থীর শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার শরীরের স্যাম্পল নিতে আজ বিকেল বা রাতে আইইডিসিআর এর একটি টিম সিলেট আসবে।