সেই প্রবাসীর করোনা রিপোর্টও নেগেটিভ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০৩:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৩:৩৮ অপরাহ্ন



সেই প্রবাসীর করোনা রিপোর্টও নেগেটিভ
.

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থাকা যুক্তরাজ্যে প্রবাসীর রোনাভাইরাসের রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। 

শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,  জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এই নমুনা পরীক্ষা করে আমাদের জানিয়েছে যুক্তরাজ্য ফেরত এ প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত নয়। তবে অফিসিয়াল রিপোর্ট এখনও সিলেটে এসে পৌছায়নি বলেও জানান তিনি। এজন্য তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) সকালে ঐ ব্যক্তির নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১১টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন-ঢাকা হয়ে সিলেটে এসে পৌঁছান। বিমানের এ ফ্লাইটে মোট ৩১ জন যাত্রী ছিলেন।

এরমধ্যে ৬০ ঊর্ধ্ব এ প্রবাসীর শরীরে তাপমাত্রা বেশি থাকায় শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। আর অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয় ওসমানী বিমানবন্দর ইমিগ্রশেন পুলিশ।