কোম্পানীগঞ্জে ৪০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২০
০৪:০৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৪:০৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ৪০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বুড়দেও, লাচখাল, কাটালবাড়ি, বাঘারপাড়, পাড়ুয়া বদিকোনা, ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, নয়াগাঙ্গেরপাড় গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার নির্দেশনায় উপজেলায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য নিজে এসব এলাকায় গিয়ে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ঘর খুঁজে বের করে পৌঁছে দেন এসব খাদ্যসামগ্রী, যাতে করে মানুষজন ঘরে বসে খেতে পারেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, প্রথম দফায় উপজেলার ৪০টি দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নের সকল দুস্থ পরিবারের মাঝে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সহায়তা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস ও কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদশর্ক হিরক সিংহ।