করোনা প্রতিরোধে বানিয়াচংয়ে সেনাবাহিনীর প্রচার

হবিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২০
০৪:৫৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৪:৫৫ অপরাহ্ন



করোনা প্রতিরোধে বানিয়াচংয়ে সেনাবাহিনীর প্রচার

হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচার শুরু হয়েছে।

 

আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার ও ক্যাপ্টেন গালিবের নেতৃত্বে একদল সেনা সদস্য বানিয়াচংয়ের বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা যায়।

 

এ সময় বিশেষ প্রয়োজন ব্যতীত লোকজনকে বাইরে বের না হওয়াসহ হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানানো হয়। সামাজিক সচেতনতার লক্ষ্যে পায়ে হেঁটে মাইকিং করে নভেল করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারাভিযান চালানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, সার্জেন্ট মনির, সার্জেন্ট রেজাউল, ওয়ারেন্ট অফিসার জামান, বানিয়াচং থানার এসআই গৌতম সরকারসহ সেনা ও পুলিশ সদস্যরা।