সাত এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০৬:০০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৬:০০ অপরাহ্ন



সাত এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ
.

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গোটা বাংলাদেশ ছুটিতে যাওয়ার পর যাত্রীবাহী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (২৮মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান। 

এর আগে এক আদেশে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরে উড়োজাহাজের যাওয়া-আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

একই আদেশে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।  

তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে জানান কামরুজ্জামান।

১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগে গত ১৬ মার্চ ইউরোপে যুক্তরাজ্য বাদে অন্য দেশগুলোর সঙ্গে চলাচল বন্ধ করা হয়েছিল।

যে কয়েকটি খোলা ছিল, তার মধ্যে থাইল্যান্ড ও যুক্তরাজ্যের সঙ্গেও ফ্লাইট পরিচালনাও পরে বন্ধ হয়ে যায়।

তবে এখন বাংলাদেশ থেকে চীনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান বেবিচক কর্মকর্তারা।