নগরের মিরবক্সটুলা থেকে অজ্ঞান বিদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৮, ২০২০
১১:১১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
১২:০২ অপরাহ্ন



নগরের মিরবক্সটুলা থেকে অজ্ঞান বিদেশি উদ্ধার

সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক বিদেশি যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজ ২৮ মার্চ শনিবার বিকাল ৫টার দিকে নগরের মিরবক্সটুলা এলাকার বেসরকারী টেলিযোগাযোগ সেবাপ্রতিষ্ঠান রবি’র কার্যালয়ের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া যুবকের নাম মি. মার্কু (৪৫)। তিনি ফিনল্যান্ডের নাগরিক। প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। এরপর থেকে তিনি সিলেটে অবস্থান করছিলেন। তিনি হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকতেন বলে জানা গেছে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মিরবক্সটুলাস্থ রবি অফিসের সামনে এসে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।