খাদ্যসামগ্রী পাচ্ছে জকিগঞ্জের ১২৫ পরিবার

জকিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৮, ২০২০
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৬:২৪ অপরাহ্ন



খাদ্যসামগ্রী পাচ্ছে জকিগঞ্জের ১২৫ পরিবার

করোনাভাইরাস মোকাবেলায় দোকানপাট বন্ধ হওয়ার কারণে বেকার হয়ে যাওয়া জকিগঞ্জের ১২৫টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানিয়েছেন, আজ শনিবার (২৮ মার্চ) থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

 

তিনি জানান, প্রাথমিকভাবে ১২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও আধা কেজি লবন। আগামীকাল রবিবার থেকে প্যাকেটের মধ্যে সাবানও থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।

 

এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া উপজেলার সকল পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। সরকারের নির্দেশনা পাওয়ামাত্র এ পদক্ষেপ বাস্তবায়ন করব।