মা হারালেন হাবিবুল বাশার

খেলা ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন



মা হারালেন হাবিবুল বাশার
.

 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম মারা গেছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে কুষ্টিয়ায় বাশারের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন তার মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। মৃত্যুকালে সন্তান ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছয় পুত্র ও দুই কন্যার জননী রিজিয়া অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন। বাশারের মা অনেক দিন থেকেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। কিন্তু কিছুদিন ধরে শরীরটা বেশি খারাপ হয়ে যায়।। সে জন্য কদিন আগেই মাকে দেখতে বাড়ি যান বাশার। 

বাবা কাজী মোতালেব উদ্দিনকে আগেই হারিয়েছেন বাশার। মেজ ভাই সাবেক ফুটবল গোলরক্ষক একরামুল বাশার তুহিনও ক্যান্সারে মারা যান কয়েক বছর আগে। এবার চলে গেলেন তার মাও। তার বড় ভাই ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপনও মায়ের মৃত্যু সংবাদ শুনে মুষড়ে পড়েছেন।

কুষ্টিয়ায় মাকে দেখে গত ২২ মার্চ ঢাকা ফিরেছিলেন বাশার। আজ বাদ মাগরিব কুষ্টিয়া পৌর গোরস্থানে মরহুমার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে সারাবিশ্বে মহামারী করোনাভাইরাসের কারণে মায়ের জানাজায় নাও থাকতে পারেন বাশার।