দেশের মানুষের সহায়তায় ফেদেরারের ৯ কোটি টাকা প্রদান

খেলা ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০৮:০৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৮:০৯ অপরাহ্ন



দেশের মানুষের সহায়তায় ফেদেরারের ৯ কোটি টাকা প্রদান
.

তারকা ফুটবলার আর কোচরা যখন এগিয়ে এসেছেন আর্ত-মানবতার সেবায়। সেখানে টেনিস মহাতারকা রজার ফেদেরার বসে থাকেন কী করে? তাই তো স্ত্রী মির্কাকে নিয়ে দাঁড়ালেন অসহায় মানুষের পাশে। সুইজারল্যান্ডের অরক্ষিত পরিবারের সহায়তার জন্য দান করলেন এক মিলিয়ন সুইস ফ্রাঁ (৮ লাখ ৫৭ হাজার পাউন্ড)। যা বাংদেশি মুদ্রায় ৯ কোটি ৮ লাখ ৪২ হাজার টাকা।

করোনাভাইরাস মহামারীর কারণে সরকারি-বেসরকারি সব ধরনের ইভেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুইজারল্যান্ড সরকার। ১৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে অপরিহার্য নয় এমন সব ব্যবসা।

ইনস্টাগ্রাম পোস্টে ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার অন্যদেরও উদ্বুদ্ধ করেছেন সহায়তা করতে। ৩৮ বছরের টেনিস মেগাস্টার লিখেন, ‘প্রত্যেকের জন্য সময়টা এখন চ্যালেঞ্জিং। কাউকে পিছনে রাখা উচিত নয়। আমাদের অংশগ্রহণ শুরু হলো কেবল। প্রত্যাশা করি, অন্যরাও আরো বেশি পরিবারের প্রয়োজন মেটাতে এগিয়ে আসবেন। একসঙ্গে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারব। সুস্থ থাকুন!’

গত সপ্তাহে ফেসবুকে জন্মভূমি রোমানিয়ায় মেডিকেল ইকুইপমেন্টের জন্য অর্থ সাহায্যের ঘোষণা দেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ।