করোনায় অনিশ্চিত এশিয়া কাপ

খেলা ডেস্ক


মার্চ ২৮, ২০২০
০৮:১০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২০
০৮:১০ অপরাহ্ন



করোনায় অনিশ্চিত এশিয়া কাপ
.

করোনার জেরে পিছিয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। এশিয়া কাপ কোথায় হবে তা ঠিক করতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। 

পাকিস্তানে গিয়ে ভারত যে এশিয়া কাপে খেলবে না, তা নিশ্চিত। ফলে, এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা চলছিল। কিন্তু করোনা যেভাবে থাবা বসিয়েছে বিশ্ব জুড়ে, তাতে এই মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বাতিল করতে হয়েছে। আশা করা হচ্ছে যে, ভিডিও কলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পাশাপাশি চলবে এশিয়া কাপ নিয়ে আলোচনা। তবে, করোনা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এশিয়া কাপ নিয়ে সংশয় বাড়ছে।

সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এর আগে জানিয়ে দিয়েছেন যে, এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তবে অন্য যে কোনও ভেন্যুতে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। অন্য ভেন্যুতে আয়োজক পাকিস্তান হলেও ভারতের সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছিলেন সৌরভ।