সিলেটে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহলে র‌্যাব

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৯, ২০২০
১১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন



সিলেটে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহলে র‌্যাব

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। 

 

আজ রবিবার (২৯ মার্চ) সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় র‌্যাবের একটি বড় বহরকে টহল দিতে এবং মাইকযোগে সচেতনতামূলক প্রচারকাজ করতে দেখা গেছে। 

 

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে এ.এস.পি সত্যজিৎ রায়ের নেতৃত্বে ৭টি গাড়ি ও ১০-১২ টি মোটরসাইকেল নিয়ে র‌্যাব-৯ এর একটি দল নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, তালতলা, ওসমানী মেডিক্যাল এলাকাসহ বিভিন্ন স্থানে টহল দেয়। টহলকালে হ্যান্ডমাইক দিয়ে সবাইকে ঘরে অবস্থান করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

 

এ প্রসঙ্গে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. শামিউল আলম জানান, গতকাল (শনিবার) থেকে আমাদের এমন কার্যক্রম শুরু হয়েছে, আগামী ৭ এপ্রিল পর্যন্ত এভাবে টহল এবং জনসেচতনামূলক মাইকিং চলবে। তিনি বলেন, সিলেট নগরসহ র‌্যাব-৯ এর আওতাধিন বিভাগের সকল এলাকায়ই এমন কার্যক্রম চালানো হবে। বিশেষ করে র‍্যাব সদস্যরা সিলেটের বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ এবং নজরদারি চালাবেন।

 

এএফ/০২