নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২০
০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন
সিলেট নগরের রায়নগরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক শাহিন ইসলাম হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে নগরের কোতোয়ালী থানায় শাহীনের ভাই লাহীন ইসলাম বাদী এ মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা সিলেট মিররকে বলেন, আমরা তদন্ত শুরু করেছি। দ্রুততর সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
১৯ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ সিলেট মিররকে জানান, নিহত শাহীনের লাশ এখনো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে। আজ (রবিবার) বিকেলে তার জানাজার নামাজ স্থানীয় দর্জীবন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ৩টার দিকে রায়নগরস্থ নিজ বাসার সামনে সিএনজি চালিত অটোরিকশা চালক শাহীন ইসলামকে খুন করে দূর্বত্তরা। তিনি নগরের রায়নগর এলাকার বসুন্ধরাস্থ বাবুল মিয়ার কলোনীতে স্বপরিবারে থাকতেন। নিহতের বাবার নাম মোতাকাব্বির ইসলাম। তার মূল বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার ইসলামপুরে।
রাচৌ-০১/এএফ-০৪