শামসুদ্দিনে কোয়ারেন্টিনে স্পেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৯, ২০২০
০৬:৩২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২০
০৯:১৮ অপরাহ্ন



শামসুদ্দিনে কোয়ারেন্টিনে স্পেন প্রবাসী

শরীরে জ্বর নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক স্পেন প্রবাসী ভর্তি হয়েছেন। শনিবার রাতে তিনি হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা তাকে আইসোলেশন সেন্টারে রাখেন পর্যবেক্ষণের জন্য।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐ স্পেন প্রবাসী প্রায় ৩ মাস আগে দেশে আসেন। শনিবার সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে রাতেই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি।
 
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, শরীরে জ্বর নিয়ে এক স্পেন প্রবাসী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের স্যাম্পল আইইডিসিআরে আজ অথবা আগমীকাল সোমবার সংগ্রহ করবে।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে এখন পর্যন্ত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৭ জনই ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩ জন।
 
নাচৌ-০৩/রাচৌ-০১