সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৯, ২০২০
১১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২০
১১:৩৯ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি আজও। মৃতের সংখ্যাও রয়েছে অপরিবর্তিত। নতুন করে কেউ সুস্থও হননি।
রবিবার দুপুরে নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিতই থাকছে।
বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। করোনাভাইরাসে বাংলাদেশে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
সিমি ডেস্ক/রাচৌ-০২