জীবাণু ধ্বংসে মাঠে মহানগর পুলিশ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৯, ২০২০
০৯:৪৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন



জীবাণু ধ্বংসে মাঠে মহানগর পুলিশ

সিলেট নগরে সড়কের জীবাণু ধ্বংসে এবার মাঠে নেমেছে সিলেট মহানগর পুলিশ। নগরের রিকাবীবাজার থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়কে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার বিকেল তিনটায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রিকাবীবাজার থেকে শুরু করে লামাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় এই ওষুধ ছিটানো হয়। এটা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মহানগর পুলিশের নিজস্ব ওয়াটার ক্যানন দিয়ে জীবাণু ধ্বংসের জন্য এ ওষুধ ছিটানো হয়। ইতোমধ্যে আমাদের কার্যালয়ের আশপাশের এলাকায় এই ওষুধ ছিটিয়েছি। নগরের বিভিন্ন সড়কেও এখন আমরা এই ওষুধ ছিটাচ্ছি। পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি এলাকার প্রধান সড়কে এই ওষুধ ছিটানো হবে।