নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২০
০৭:১৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২০
০৭:৩৬ অপরাহ্ন
সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিশেষ পিপি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. আব্দুল মালেক আর নেই। অ্যাডভোকেট মো. আব্দুল মালেক সিলেটে কমরেড মালেক নামে পরিচিত ছিলেন।
আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি সিলেট নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিলাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
কমরেড মালেক সিলেট নগরের যতরপুরস্থ মৌবন-৩৭ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তিনি মরহুম তাজিদ আলীর দ্বিতীয় সন্তান। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি সিলেট স্টেশন ক্লাবের সদস্য ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আগামীকাল সোমবার (৩০ মার্চ) বাদ জোহর হযরত শাহজালাল (র.) মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানন।