বিশ্বনাথ প্রতিনিধি
মার্চ ২৯, ২০২০
০৭:২২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২০
০৭:২২ অপরাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও মসজিদে জীবানুনাশক ছিটানো হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে খাজাঞ্চী ইউনিয়নের স্টেশন বাজার, মুফতির বাজার, বাওয়ানপুর পয়েন্ট, ছহিফাগঞ্জ বাজার, নয়াবন্দর বাজার, তালিবপুর পয়েন্ট ও বন্ধুয়া পয়েন্টে জীবানুনাশক ছিটিয়ে দেন ইউপি চেয়ারম্যান।
এ সময় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বা বাসার বাইরে না আসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়াসহ করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান করেন।