কোয়ারেন্টিনে না থাকায় প্রবাসীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩০, ২০২০
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০৯:৩৩ অপরাহ্ন



কোয়ারেন্টিনে না থাকায় প্রবাসীকে জরিমানা

হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগে নগরে এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকালে নগরের মজুমদারি এলাকার মো. ছিদ্দিক নামে ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করে সিলেট সিটি করপোরেশন।

জানা গেছে, নগরের মজুমদারি এলাকার আব্দুল নুরের ছেলে মো. ছিদ্দিক গত ২০ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। আগামী ৪ এপ্রিল পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু সেটি না মেনে তিনি সোমবার সকালে বাসা থেকে বের হয়ে যান।

খবর পেয়ে সেখানে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশেনের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল। এসময় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টিন না মানায় ১৮৬০/২৭১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেন ম্যাজিস্ট্রেট। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশেনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

নাচৌ-০৬/রাচৌ-০৭