গোলাপগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩০, ২০২০
০২:১৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২০
০২:১৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর এলাকা সংলগ্ন সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে লাশটি সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশের পায়ে একটা শিকল বাঁধা ছিল। সেখানে দু'টি তালা ঝুলানো রয়েছে। মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ দুই-তিনদিনের পুরোনো মনে হচ্ছে। বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।