কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইরপার গ্রামে হঠাৎ সৃষ্ট অগ্নিকাণ্ডে দু'টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ধলাইরপার গ্রামে আলফু মিয়ার বাড়ির মুদির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আলফু মিয়া জানান, তার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান ও বসতঘরসহ দু'টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আগুনে দোকান ও বসতঘরের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।
তবে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল জানিয়েছে, সম্ভবত ঘর সংলগ্ন একটি খড়ের গাদায় কোনোভাবে লাগা আগুনটি পরবর্তীতে ঘরে ছড়িয়ে গেছে।