নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২০
০২:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২০
০২:৩৯ অপরাহ্ন
করোনার কারনে সৃষ্ট সংকটময় সময়ে দরিদ্র ও সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট ২ আসনের সাবেক সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী। সোমবার (৩০ মার্চ) বিশ্বনাথ উপজেলার বিভিন্ন উপজেলায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, এই সংকটময় সময়ে লামাকাজী, খাজাঞ্চী, রামপাশা, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ উপজেলার দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। পাশাপাশি তিনি এ কঠিন পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।