বড়লেখায় জীবানুনাশক ছিটালো ছাত্রদল

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩০, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০৬:৪৭ অপরাহ্ন



বড়লেখায় জীবানুনাশক ছিটালো ছাত্রদল

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল।

আজ সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর অর্থায়ন ও দিকনির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

জীবানুনাশক স্প্রে ছিটানো কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের নেতা ফয়ছল আহমদ, এম আরিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা শাহরিয়ার ফাহিম, রাসেল আহমদ, আব্দুল ওদুদ, কলেজ ছাত্রদল নেতা জাফর আহমদ, সজিব প্রমুখ।

মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু জানান, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি এ কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করছেন।