ফিফা র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছাল দেশের মেয়েরা

খেলা ডেস্ক


মার্চ ৩১, ২০২০
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৩:৪৭ পূর্বাহ্ন



ফিফা র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছাল দেশের মেয়েরা
.

ডিসেম্বরে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা দুই ধাপ ওপরে উঠেছিল কোনো ম্যাচ না খেলেই। এবার আর এগিয়ে যেতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। উল্টো পিছিয়ে গেল চার ধাপ।

ডিসেম্বরে মেয়েরা ছিল ১৩০তম স্থানে। এবার সাবিনা-কৃষ্ণা-মৌসুমীরা পিছিয়ে নেমে গেল ১৩৪তম স্থানে। 

পিছিয়ে না যাওয়ার তো কোনো কারণ নেই। গত এক বছরে জাতীয় দলের হয়ে মেয়েরা মাঠে নামেনি কোনো ম্যাচে। ম্যাচ যা হয়েছে সবই বয়সভিত্তিক। দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ভারত (৫৫তম)। তারপর নেপাল (৯৯তম), শ্রীলঙ্কা (১৪০তম), মালদ্বীপ (১৪২তম) ও ভুটান (১৫৪তম)।