ইচ্ছা মতো চ্যাম্পিয়ন ঘোষণা করার স্বাধীনতা দিলো উয়েফা

খেলা ডেস্ক


মার্চ ৩১, ২০২০
০৩:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৩:৪৬ পূর্বাহ্ন



ইচ্ছা মতো চ্যাম্পিয়ন ঘোষণা করার স্বাধীনতা দিলো উয়েফা
.

কোভিড-১৯ এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা বিশ্ব। থমকে গেছে পৃথিবী আর স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি 'আ', জার্মান বুন্দেস লিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান বন্ধ আছে ইউরোপের সব ধরনের ফুটবল। মৌসুমের মাঝ পথে স্থগিত লিগ কবে শুরু হবে নেই তার ইয়ত্তা। তাই তো লিগ গুলো দু:শ্চিনায় ছিল কীভাবে নির্ধারিত হবে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়ে দিল লিগ গুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী  চ্যাম্পিয়ন দল ঘোষণা করতে পারবে।

উয়েফার সহ-সভাপতি মিকেল উভা গণমাধ্যমগুলোকে জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, 'প্রত্যেকটি দেশের ফুটবল ফেডারেশন ইচ্ছা মতো লিগের চ্যাম্পিয়ন দল ঘোষণা করতে পারবে। আর সেই সঙ্গে তারা নিজেদের পছন্দ অনুযায়ী সময়েও লিগের খেলা শুরু করতে পারবে।'

তবে এমনটা হলে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে কোন দল আর বাদই বা পড়বে কারা? তার উত্তরও দিয়েছেন উয়েফার সহ-সভাপতি। বলেন, 'উয়েফা একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিবে যে সময়ের মধ্যে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে তা জানা যাবে।'

অন্যদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস বলেন, 'লা লিগার প্রধান লক্ষ্য হচ্ছে মৌসুম শেষ করা। এবং বাকি ম্যাচগুলোও মাঠে খেলেই শেষ করতে হবে ক্লাবগুলোকে। আর পরবর্তী মৌসুমের আগেই তা শেষ করতে হবে।'

রুবিয়ালসের এমন কথার বিপরীতে উয়েফা সহ-সভাপতি বলেন, 'উয়েফার ৫৫টি ফুটবল ফেডারশন আছে। সবাইকে নিয়েই উয়েফার কাজ করতে হয়। আর এই ৫৫টি ফেডারেশনই আলাদা আলাদা ভাবে কাজ করে থাকে। আমরা সবাইকে স্বাধীন ভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করি। কিন্তু আমরা নির্দিষ্ট যে সময় বেঁধে দেব সে সময়ের মধ্যেই ফেডারেশনগুলোকে তাদের ক্লাবের তালিকা প্রদান করবে আমাদের কাছে। যারা পরবর্তী টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করবে। এর বাইরে কিছু ঘটলে তারা খেলায় অংশ নিতে পারবে না।'

এমন পরিস্থিতিতে উয়েফা তাদের সকল ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছে। সেই সঙ্গে এবছর অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোও স্থগিত করেছে। এবং চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের ফাইনালের তারিখও পরিবর্তন করেছে তারা। প্রাথমিক ভাবে সেই তারিখ ধার্য করা হয়েছে জুলাইয়ে।