নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২০
০২:২৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২০
০২:২৫ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে বিপাকে সবাই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের দিনমজুররা। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ থানা।
থানার পুকুর থেকে মাছ সংগ্রহ করে বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কাজ না থাকায় ঘরে আবদ্ধ থাকা কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার, বৌ-বাজার, গাঙের পাড়, ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকার নিম্নবিত্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে মাছ বিতরণ করা হয় ।
সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিভিন্ন গ্রামের গরীব, দুঃখী, শ্রমিক, ভিক্ষুক,প্রতিবন্ধী, কর্মক্ষম মানুষের মাঝে এই মাছ বিতরণ করা হয়।
আরসি-০৭/