বড়লেখায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বড়লেখা প্রতিনিধি


মার্চ ৩১, ২০২০
১১:০১ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
১১:০১ অপরাহ্ন



বড়লেখায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল খালিক (৯১) আর নেই। গতকাল সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১২টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ জোহর সুজাউল আলিয়া মাদরাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল খালিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ।