নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২০
০৩:৫৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন
‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগান নিয়ে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দ্বিতীয় দিনের মতো কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৩১ মার্চ) দুপুরে চেম্বারের নিজস্ব তহবিল ও এসএমসিসিআইর সভাপতি, প্রথম সহসভাপতি, সাবেক ও বর্তমান পরিচালকদের অনুদানে পর্যায়ক্রমে নগরের ধোপাদিঘির উত্তরপার, পিরমহল্লা, শেখঘাট, কাজিরবাজার, আম্বারখানা, বড়বাজার, মজুমদারী, ইলাসকান্দি, লাক্কাতুরাসহ বিভিন্ন জায়গায় প্রায় ৮০০ অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফজাল রশীদ চৌধুরী, প্রথম সহসভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক প্রথম সহসভাপতি আব্দুল জব্বার জলিল, পরিচালক অজয় কুমার ধর, সদস্য মোহাম্মদ আব্দুল কাদির, সচিব মোঃ. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আগামীকালও একই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ হতে জানানো হয়েছে।
এএন/বিএ-১৬