চিকিৎসকদের পিপিই দিয়েছে বারাকা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০১, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন



চিকিৎসকদের পিপিই দিয়েছে বারাকা গ্রুপ

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্ত্বেও রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখা স্বাস্থ্য বিভাগে কর্মরতদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বারাকা গ্রুপ। 

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সোমবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলফা পলি ক্লিনিক, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, আয়শা হক হাসপাতাল, মাতৃছায়া জেনারেল হসপিটালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পিপিই বিতরণ করেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।

একই দিন তিনি বিয়ানীবাজারের পৌর মেয়র মো. আব্দুস শুকুরের হাতে পর্যাপ্ত পিপিই এবং সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

বিয়ানীবাজার পৌরসভা কার্যালয়ে পিপিই বিতরণকালে ফয়সল আহমদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা।

এসময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও কর্মীদের প্রয়োজন পিপিই। সামাজিক দায়বোধ থেকেই বারাকা গ্রুপ চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী (পিপিই) তুলে দিচ্ছে।’

তিনি করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

বিয়ানীবাজারের পৌর মেয়র মো. আব্দুস শুকুর বলেন, ‘বারাকা গ্রুপ থেকে পাওয়া এসব পিপিই পৌর এলাকায় কর্মরত চিকিৎসকদের মাঝে বিতরণ করা হবে। এজন্য তিনি বারাকা গ্রুপকে ধন্যবাদ জানান।’

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, পৌর কাউন্সিলর মিছবাহ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, নজমুল হোসেন পুতুল, আবু নাসের পিন্টু, নুরুল হুদা বাবুল, ছিদ্দিক আহমদ, ছরওয়ার হোসেন, কবির আহমদ, নজমুল হোসেন, জুবের আহমদ, শাহান আল মাহমুদ খান,  ফয়েজ আহমদ ও আহসান জামিল প্রমুখ। এছাড়া বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মকসুদ মোর্শেদসহ বিয়ানীবাজার পৌরসভার অন্যান্য কাউন্সিলর, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।