স্টেশন ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ৩১, ২০২০
০৪:৪১ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২০
০৫:১২ অপরাহ্ন



স্টেশন ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ক্লাব কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ক্লাব নেতৃবৃন্দ। পরে নগরের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অসহায়দের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর হিরণ, অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, উন্নয়ন ও আবাসিক বিভাগের সদস্য নেহাল মোহাম্মদ হোসাইন, ক্রীড়া বিভাগের সদস্য রাফি ইব্রাহিম, বিনোদন বিভাগের সদস্য সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাংস্কৃতিক বিভাগের সদস্য মোহাম্মদ আলতাফ, আপ্যায়ন বিভাগের সদস্য মুফতি এ. এম. শামীম আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য আনোয়ার হোসেন রানা, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, ক্লাব সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান,  আহমেদ নূর, অ্যাডভোকেট মো. মফুর আলী,  শমশের জামাল, ফেরদৌস চৌধুরী রুহেল, ফজলে এলাহী চৌধুরী ডালিম প্রমুখ।