তৃতীয় দিনে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন



তৃতীয় দিনে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মহামারিতে কর্মহীন শ্রমজীবীদের মধ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টানা ৩য় দিনের মতো চাল, আলু, তেল, পেঁয়াজ, লবনসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্টের মাহবুব হাওলদার, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহŸায়ক সনজয় শর্মা প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুধু লকডাউনই যথেষ্ট নয়। দ্রæততম সময়ের মধ্যে রোগ নির্ণয়ের জন্য ব্যাপকভাবে পরীক্ষা সম্পন্ন করা, আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে। কিন্তু এক্ষেত্রে সরকারের ঘাটতি রয়েছে।’ তারা আরও বলেন, ‘দ্রæতসময়ের মধ্যে শ্রমজীবী মানুষের জন্য সরকারি উদ্যোগে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করতে হবে।’

এনএইচ/বিএ-২০